হতবাক ফ্রান্সঃ ছুরিকাঘাতে আহতদের দেখতে গেলেন ম্যাক্রোঁ

৮ জুন ফ্রান্সের অ্যানেসির হ্রদের কাছে ছুরি হামলায় বেশ কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক আহত হওয়ার পরে লে প্যাকিয়ার পার্কে মানুষ ফুল দিয়ে সমবেদনা জানায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট শুক্রবার অ্যানেসি শহরের লেকসাইড পার্কে ছুরিকাঘাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ফ্রেঞ্চ আল্পসে যান।

.ঐ দম্পতি ফ্রান্সের গ্রেনোবল শহরের একটি হাসপাতালে প্রথম যাত্রা বিরতি করেন যেখানে কমবয়সী চারজন শিশুর মধ্যে তিনজনের চিকিৎসা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চারজন শিশুকে অস্ত্রোপচার করা হয়েছে এবং তাদের “সার্বক্ষণিক চিকিৎসা সংক্রান্ত নজরদারিতে” রাখা হয়েছে। এদের একজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। চতুর্থ শিশুটি সুইজারল্যান্ডের জেনেভায় চিকিৎসাধীন রয়েছে।

প্রেসিডেন্ট ও তার স্ত্রী জেনেভা যাবেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ম্যাক্রোঁ বলেন, এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে যে পার্কে শিশুদের এবং দুই প্রাপ্তবয়স্ককে ছুরিকাঘাত করে সেই ঘটনায় দেশের মানুষ হতবাক।

প্রধান প্রসিকিউটর লাইন বোনেট-ম্যাথিস বলেন, চারজন শিশুই প্রাণঘাতী ছুরির আঘাতে আহত হয়েছে। সবচেয়ে ছোট শিশুটির বয়স ২২ মাস, দুইজনের বয়স দুই বছর এবং সবচেয়ে বড় শিশুটির বয়স তিন বছর।

পুলিশ দ্রুত সন্দেহভাজন ৩১ বছর বয়সী সিরিয়ার নাগরিককে আটক করে। ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, সন্দেহভাজন ঐ ব্যক্তি সুইডেনের শরণার্থীর মর্যাদায় আছে। এক টুইটবার্তায় ম্যাক্রোঁ বলেন, “জাতি মর্মাহত। তিনি এই হামলাকে “চরম কাপুরুষোচিত হামলা” হিসেবে বর্ণনা করেছেন।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঐ ভিডিওতে কালো চশমা পরিহিত এক ব্যক্তি নীল রঙের স্কার্ফে মাথা ঢেকে ছুরি হাতে লোকজনকে ভয় দেখাচ্ছিল এবং লোকজনকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়।

এক নারী বদ্ধ প্লে পার্কে হামলাকারীকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তাকে তার স্ট্রোলারের উপর ঝুঁকতে এবং একাধিকবার নীচের দিকে ছুরিকাঘাত করা থেকে আটকাতে পারেননি।

শিশুদের দু'জন ফরাসি নাগরিক। অন্য দু'জন পর্যটক, একজন ব্রিটিশ এবং অন্যজন ডাচ।

দুইজন প্রাপ্তবয়স্কও ছুরিকাঘাতে আহত হয়েছেন। বনেট-ম্যাথিস বলেন, সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সময় পুলিশের গুলিতে একজন প্রাপ্তবয়স্ক আহত হন।

প্রতিবেদনটির কিছু তথ্য রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেওয়া