লোডশেডিং-এর প্রতিবাদে ১৩ ও ১৬ মার্চ মহানগরীতে রোডমার্চ করবে বিএনপি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশের চলমান লোডশেডিং-এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে, রাজধানী ঢাকা-সহ দেশের মহানগর গুলোতে রোডমার্চ করবে বিএনপি। শুক্রবার (৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিসহ বিএনপির সব মহানগর ইউনিট ১৩ জুন মিছিল করবে এবং ১৬ জুন ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিট একই কর্মসূচি পালন করবে।”

রিজভী বলেন, “ছয়-সাত ঘণ্টা লোডশেডিং-এর কারণে মানুষ দুর্ভোগের মধ্যে আছে। গ্রামাঞ্চলের অবস্থা আরো খারাপ। তাই বিদ্যুৎ খাতে অসহনীয় লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছি।”