প্রায় ৩০০ শিশুকে সুদানের রাজধানীতে একটি অনাথাশ্রম থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেক কোলের শিশু রয়েছে। ত্রাণ কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা লড়াইয়ের সময় সেখানে আটকা পড়েছিল। এপ্রিলের মাঝামাঝি থেকে এই অনাথাশ্রমটিতে ক্ষুধা ও অসুস্থতায় ৭১ জন শিশু মারা যাওয়ার পরে এই উদ্ধার কাজ চালানো হয়।
আল-মায়কোমা এতিমখানার ট্র্যাজেডিটি গত মাসের শেষের দিকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াইয়ের কারণে শিরোনাম হয়েছিল।
জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আরএসএফ বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হলে এপ্রিলের মাঝামাঝি থেকে বেসামরিক লোকদের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মৃত্যুগুলি তার প্রমাণ।
খার্তুমের আল-মায়কোমা অনাথাশ্রমের প্রায় ৩০০ শিশুকে উত্তর-পূর্ব আফ্রিকার অন্যত্র একটি "নিরাপদ স্থানে" স্থানান্তর করা হয়েছে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস এ কথা বলেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি ইমেইলে পিরেস বলেছেন, সুদানের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রক শিশুদের দায়িত্ব নিয়েছে এবং ইউনিসেফ চিকিৎসা সেবা, খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম এবং খেলা সহ মানবিক সহায়তা প্রদান করেছে।
তিনি বলেন যে শিশুরা তাদের নতুন অবস্থানে তাদের দীর্ঘ যাত্রার পরে চিকিৎসা পেয়েছে। তিনি আরো বলেন, "যেকোন শিশুর হাসপাতালে ভর্তির জন্য স্বাস্থ্যসেবার সুযোগ থাকবে।"
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), যারা শিশুদের সরিয়ে নিতে সহায়তা করেছিল তারা বলেছে ১ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের, খার্তুমের প্রায় ১৩৫ কিলোমিটার (৮৫ মাইল) দক্ষিণ-পূর্বে জাজিরা প্রদেশের রাজধানী মাদানিতে একটি নিরাপদ পথ সুরক্ষিত করার পরে স্থানান্তরিত করা হয়েছিল। আইসিআরসি জানিয়েছে, শিশুদের দেখা শোনা করার জন্য ৭০ জন সেবককে স্থানান্তর করা হয়েছে।