ভারতে ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা: রেপো রেট এক থাকায় বাড়বে না ঋণের সুদ 

যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন , তাঁদের জন্য বড় সুখবর শোনাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত দু’বছর ধরে যে হারে রেপো রেট বেড়েই চলেছিল, তাতে চাপ বাড়ছিল ঋণগ্রহীতাদের। গাড়ি, বাড়ি, কিংবা পার্সোনাল লোনের ক্ষেত্রে ইএমআই দিতে মোটা অঙ্কের সুদ গুনতে হচ্ছিল গ্রাহকদের।

বৃহস্পতিবার ৮ জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান, অপরিবর্তিত থাকছে রেপো রেট। ফলে রেপো রেট থাকছে ৬.৫ শতাংশই।

গত ৬ জুন থেকে শুরু হয়েছে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠক। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, রেপো রেট। বৃহস্পতিবার আরবিআইয়ের গভর্নর জানান, "বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক সেদিকে কড়া নজর রাখছে।" তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারতীয় অর্থনীতি স্থিতিশীল রয়েছে।

রেপো রেট গত ২ বছর ধরে ঊর্ধ্বমুখীই ছিল। ফলে যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের ওপর বেশি সুদের বোঝা চাপছিল। কারণ আরবিআই রেপো রেটের উপরই ঋণের সুদের পরিমাণ নির্ভর করে।

এবার রেপো রেট না বাড়ায় স্বস্তি মিলল ঋণগ্রহীতাদের। দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি বিচার করলে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকবে বলে জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিমান দাস।