ইরানে মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে অধিকার গোষ্ঠীগুলি

ইরানি সম্প্রদায়ের সদস্যরা এবং তাদের সমর্থকরা ইরানের জনগণের সাথে সংহতি প্রকাশের প্রতিবাদে অংশ নেয়ার সময় সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের ছবি প্রদর্শন করে।প্যারিস, ফ্রান্সে, ১২ ফেব্রুয়ারি, ২০২৩।

মঙ্গলবার মানবাধিকার সংস্থাগুলি ইরানে মৃত্যুদণ্ডের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে "আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া" দাবি করেছে।

ইমপ্যাক্ট ইরান এবং ১১টি সদস্য সংস্থা এক যৌথ বিবৃতিতে নিন্দে জানিয়ে বলেছে "বিগত কয়েক মাসে ইসলামিক প্রজাতন্ত্র ইরানে মৃত্যুদণ্ড কার্যকর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে যার মধ্যে সাম্প্রতিক বিক্ষোভকারীদের লক্ষ্য করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাও রয়েছে।"

গোষ্ঠীগুলি জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলির বিরুদ্ধে "কঠোর ব্যবস্থা এবং বিধিনিষেধ" প্রয়োগ করে "নির্বিচারে জীবন শেষ করার জন্য দায়ীদের জবাবদিহি করতে" জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভের পর ইরান ভয় ছড়ানো এবং ভিন্নমতকে নিরুৎসাহিত করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করছে।


অধিকার গোষ্ঠীগুলি বলছে মৃত্যুদন্ডপ্রাপ্তদের তালিকায় জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুদের সংখ্যা বেশি।