রাশিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য প্রকৌশলীসহ বিমান পাঠালো এয়ার ইন্ডিয়া

ফাইল ছবি-ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানকে দেখা যাচ্ছে। ( ১৪ ফেব্রুয়ারি, ২০২৩)

এয়া্র ইন্ডিয়ার একটি বোয়িং বিএ-এন ৭৭৭ এর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী বিমানটিকে রাশিয়ার দূর প্রাচ্যে ঘুরিয়ে দেওয়ার পর, যাত্রীদের তুলতে এয়ার ইন্ডিয়া বুধবার একটি বিমান পাঠিয়েছে। ভারতের বিমান পরিবহন মন্ত্রী একথা জানিয়েছেন।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবারের ফ্লাইটে থাকা ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রুকে দুর্গম মাগাদান বিমানবন্দরে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে।

২০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের নির্মিত বিমানটি কত দ্রুত তৈরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ইঞ্জিনগুলি জেনারেল ইলেকট্রিক জিই এন দ্বারা তৈরি করা হয়েছে। রাশিয়ায় বিমান সরঞ্জাম রফতানির উপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যে জিই এন, মেরামত করা হতে পারে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংবাদিকদের বলেন, "বিমানটি মেরামত করা দরকার, মেকানিকরা যাচ্ছেন। আমি জানি না বিমানটি মেরামত করতে কত সময় লাগবে। তবে যাত্রীদের তাদের চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়া হবে।“

মাগাদান বিমানবন্দরের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার প্রকৌশলীরা খুচরা যন্ত্রাংশ নিয়ে রিজার্ভ বিমানে আসবেন।

গগন নামের এক আটকে পড়া যাত্রী ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে বিমানটিতে থাকা যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক উদ্বিগ্ন ছিলেন।

এয়ার ইন্ডিয়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের নাগরিকত্ব সম্পর্কে তথ্যের অনুরোধে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার বলেছেন, বিমানটির গন্তব্যস্থল দেখে মনে হয় “সম্ভবত” সেখানে আমেরিকান নাগরিক ছিলেন।

ক্ষুব্ধ যাত্রীরা টুইটারে অভিযোগ করেছে, তাদের আবাসনে খাবারের পর্যাপ্ত সরবরাহ নেই এবং ঐ আবাসনটি স্কুলের মত দেখায়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, রাশিয়ায় তাদের কোনও কর্মী নেই এবং যাত্রীদের যে সহায়তা দেওয়া হচ্ছে তা "এই অস্বাভাবিক পরিস্থিতিতে সর্বোত্তম"।