ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস বুধবার বিকেলে রোমের জেমেলি হাসপাতালে তার পেটের অস্ত্রোপচার করা হচ্ছে।
এতে আরও বলা হয়, তার মেডিকেল টিম সাম্প্রতিক দিনগুলোতে সিদ্ধান্ত নিয়েছে যে তার অস্ত্রোপচারের প্রয়োজন। সুস্থ হওয়ার জন্য তাকে "বেশ কয়েক দিন" হাসপাতালে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে, জেনারেল অ্যানিস্থিজিয়া দিয়ে তার তলপেটের দেয়ালে অস্ত্রোপচার করা হবে।
পোপ, মার্চ মাসে তার পোপ হবার দশম বার্ষিকী উদযাপন করেন। হাঁটুর অবিরাম ব্যথার কারণে চলফেরার জন্য প্রায়শই হুইলচেয়ার বা লাঠি ব্যবহার করেন।
২০২১ সালের জুলাই মাসে ডাইভার্টিকুলাইটিস নামক একটি বেদনাদায়ক অন্ত্রের অবস্থার সমাধানের লক্ষ্যে একটি অপারেশনে তার কোলনের কিছু অংশ অপসারণ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, এই অবস্থা আবার ফিরে এসেছে।