সিরিয়ার আসাদের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র  

ফাইল ছবি- সৌদি আরবের জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলনে - সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। (সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স) ১৯ মে, ২০২৩।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এমন আইন বিবেচনা করছেন যা সিরিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করবে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সিরিয়াকে যেকোনো সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধা দেবে।

কিছু বিশ্লেষক বলছেন যে আইনটি আসাদ সরকারকে নয় সিরিয়ার জনগণের ক্ষতি করবে। তবে অন্যান্যরা যুক্তি দিচ্ছেন যে ঐ নিষেধাজ্ঞাগুলি দামেস্ককে পুনর্গঠন করা থেকে বাধা দেবে এবং দেশের উপর সরকারের ক্ষমতা বৃদ্ধি করার প্রচেষ্টাকে সীমিত করবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য জো উইলসন এবং তার প্রায় ৩৫জন সহকর্মীর প্রবর্তিত এই আইনটি সিজার আইনকে প্রসারিত করবে। এই সিজার আইনের আওতায় ২০২০ সালে সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।