পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খান বলছেন দলে 'আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়েছে'

ফাইল ছবি - পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের লাহোরে তার বাসভবনে সংবাদমাধ্যমের সদস্যদের সাথে কথা বলছেন। ১৮ মে, ২০২৩।

মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন যে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ রাখার জন্য তার দলের মধ্যে 'আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়েছে'। সমর্থকদের ওপর নির্যাতনের প্রতিবেদন করা থেকে সরকার দেশের মূলধারার সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করছে বলে অভিযোগ করেন খান।


খান বিরোধী দল, দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি, তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর বিরুদ্ধে অভিযানের মধ্যে টুইটারে এই অভিযোগগুলি করেন। বন্দীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও নির্যাতনের ব্যাপক অভিযোগের মধ্যে কর্তৃপক্ষ সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতাসহ কয়েক হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে।


প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার দুর্নীতির অভিযোগে খানের স্বল্প সময়ের জন্য গ্রেপ্তারের কারণে সাম্প্রতিক, পিটিআই-এর নেতৃত্বে সহিংস বিক্ষোভের সাথে জড়িত নারীসহ প্রায় ৫ হাজার লোককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। ৯ মে বিক্ষোভ চলাকালীন প্রতিরক্ষা স্থাপনা এবং ম্যুরাল ভাংচুরের অভিযোগে কয়েক ডজন বন্দীকে সামরিক আদালতে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।


খান মঙ্গলবার টুইটারে লেখেন, "যেহেতু মূলধারার সংবাদমাধ্যমকে সামাজিক মাধ্যমে সম্পূর্ণভাবে স্তব্ধ করা হয়েছে এবং যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য পাকিস্তানের সবচেয়ে বড় দলটিতে যে 'আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়েছে' সে সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।"

পুলিশ এবং সরকারী কর্মকর্তারা খানের সমর্থকদের উপর কোনো জবরদস্তি বা অধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে।


জরিপ অনুসারে, ৭০ বছর বয়সী এই বিরোধী নেতা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় জাতীয় রাজনীতিবিদ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় আধিপত্য বিস্তার করেছেন এবং তার বক্তৃতা ও সমাবেশ সম্পর্কে খবর ক্রমাগত প্রচার হচ্ছিল।