ভারতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে গণতন্ত্রের প্রভূত প্রশংসায় হোয়াইট হাউসের শীর্ষ কর্তা জন কার্বি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

আগামী ২২ জুন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফররত কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিদিনই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে ভারতের গণতন্ত্রের বিপন্ন হওয়ার কথা তুলে ধরছেন। বলছেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিজেপি-আরএসএস দখল করেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের গণ যোগাযোগ দফতরের শীর্ষ কর্তা জন কার্বি বলেছেন, "ভারতে নরেন্দ্র মোদীর শাসনাধীনে গণতন্ত্র জীবন্ত ও মজবুত। এই বিষয়ে কারও সংশয় থাকলে তিনি নয়া দিল্লি গিয়ে পরখ করে দেখতে পারেন আমাদের মূল্যায়ন সঠিক কিনা।"

হোয়াইট হাউসের শীর্ষ কর্তার এই মন্তব্য নিঃসন্দেহে রাহুল গান্ধীর জন্য অত্যন্ত অস্বস্তির অন্য দিকে দেশে বিদেশে মোদীর অবস্থান আরও শক্তিশালী হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হোয়াইট হাউস-এর এই বিবৃতি কংগ্রেস নেতার প্রতি অনাস্থা ও মোদীর প্রতি অতিশয় আস্থার বার্তা বলে মনে করছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল।