৭ বছরের দ্বন্দ্বের পর ইরান আবার সৌদি আরবে কূটনৈতিক মিশন খুলবে বলে জানিয়েছে রাষ্ট্রচালিত গণমাধ্যম

রিয়াদে ইরানি দূতাবাসের বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। ১২ এপ্রিল, ২০২৩। ফাইল ছবি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে, তারা এই সপ্তাহে সৌদি আরবে তাদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে, সাত বছরের ফাটলের পর কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে। সোমবার রাষ্ট্রচালিত গণমাধ্যম একথা জানায়।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, রিয়াদে ইরানের দূতাবাস, জেদ্দায় তার কনস্যুলেট জেনারেল এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের স্থায়ী প্রতিনিধির কার্যালয় মঙ্গলবার এবং বুধবার আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হবে।

মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়। এটি এই অঞ্চলে বড় একটি অগ্রগতির চিহ্ন।

সৌদি আরব ২০১৬ সালে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে। তেল সমৃদ্ধ সৌদি আরবে বিশিষ্ট একজন শিয়া ধর্মগুরু এবং ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে সেসময় বিক্ষোভকারীরা তেহরান এবং উত্তর-পূর্বের শহর মাশহাদে সৌদি কূটনৈতিক পোস্টে হামলা চালায়।

কানানি আরও বলেন, রিয়াদে ইরানের দূতাবাস এবং জেদ্দায় এর কনস্যুলেট জেনারেল ইতোমধ্যেই জুনের শেষ নাগাদ হজ করতে সৌদি আরবে গমনকারী ইরানি হজযাত্রীদের সহায়তা করার জন্য কাজ শুরু করেছে।