উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নৌ-জোটের পরিকল্পনা করছে ইরান

মধ্য প্রাচ্য

ইরানের নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের আরো তিনটি দেশের সঙ্গে ইরান নৌ-জোট গঠনের পরিকল্পনা করেছে। এই জোটের মধ্যে থাকবে ভারত এবং পাকিস্তানও। ইরানের গণমাধ্যম শনিবার এমনটাই জানিয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “এই অঞ্চলের দেশগুলো আজ উপলব্ধি করেছে যে, কেবলমাত্র পারস্পরিক সহযোগিতাই এই অঞ্চলে নিরাপত্তা বয়ে আনবে।”

এই জোটের আকার কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তবে, তিনি বলেছেন, শীঘ্রই এই জোট গঠন করা হবে।

ইরান সম্প্রতি বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশের সঙ্গে তাদের টানাপোড়েনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। মার্চে, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের দীর্ঘ সাত বছর ধরে চলা বিরোধের নিষ্পত্তি করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে এই বোঝাপড়ায় আসে তারা।

নৌ কমান্ডার ইরানি বলেন, এই জোটে যে দেশগুলো অংশ নেবে, তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক, পাকিস্তান ও ভারত।

ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপন, কূটনৈতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করে দেয়ার ইসরাইলি উদ্যোগকে ব্যর্থ করে দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত হলো উপসাগরীয় অঞ্চলের প্রথম আরব দেশ, যারা ২০২০ সালে ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করেছিলো। দেশটি গত বছর ইরানের সঙ্গে তাদের আগের সম্পর্ক পুনঃস্থাপন করেছে।

পরে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগ দেয় বাহরাইন ও মরক্কো।