কাতারের কর্মকর্তাদের সাথে তালিবান প্রধানের বিরল বৈঠক: আফগান নারীদের ভাগ্য নিয়ে বিতর্ক পুনরুজ্জীবিত

আফগানিস্তানের কাবুলে বিক্ষোভরত নারী৷ ২৬ মার্চ, ২০২২।

সমালোচকরা সন্দিহান যে আফগানিস্তানের তালিবানের সর্বোচ্চ নেতা এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক একটি বিরল বৈঠক আফগান নারীদের শিক্ষা এবং কাজের উপর আরোপিত ঢালাও বিধিনিষেধ অপসারণের দিকে নিয়ে যাবে কিনা।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-সানির সাথে হিবাতুল্লা আখুন্দজাদার গোপন আলোচনা, রয়টার্সই প্রথম রিপোর্ট করে, যা কিনা ১২ই মে আফগান শহর কান্দাহারে অনুষ্ঠিত হয়েছিল। কোনো বিদেশি নেতার সঙ্গে তালিবান প্রধানের এটাই প্রথম বৈঠক ছিল বলে জানা গেছে।

২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ নেওয়া কার্যত আফগান শাসকদের বিচ্ছিন্নতার অবসান ঘটাতে সাহায্য করার জন্য নারী ও মেয়েদের উপর তালিবানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বের সাথে কাবুলের সংলাপকে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

তালিবান কর্মকর্তা বা কাতারের কর্মকর্তারা বৈঠকের কোনো বিবরণ প্রকাশ করেননি। যদিও আফগান পক্ষ আল-সানির কান্দাহার সফরের সময় নিশ্চিত করেছিল এবং তৎকালীন তালিবান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সাথে তার বৈঠকের ছবি প্রকাশ করেছিল।

১৬ মে একটি বিবৃতিতে, কাতারের সরকারী বার্তা সংস্থা তাদের পররাষ্ট্র মন্ত্রককে উদ্ধৃত করে বলে যে প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফর ছিল দোহার "তত্ত্বাবধায়ক [তালিবান] সরকারের মধ্যে সম্পর্ক সহজতর করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগের রাজনৈতিক ভূমিকার অংশ।"

বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে আখুন্দজাদার সাথে আল-সানির কথোপকথনটি ১ মে দোহায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহবানে এবং সভাপতিত্বে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করার মাত্র কয়েকদিন পরে হল।

বৈঠকের পরে এক বিবৃতিতে, জাতিসংঘের প্রধান মেয়েদের শিক্ষা এবং সাহায্য গোষ্ঠীর জন্য কাজ করা নারীদের উপর তালিবানের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন।