কিয়েভে মারাত্মক রুশ ক্ষেপণাস্ত্র হামলা

রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন দেখা যাচ্ছে। ১ জুন, ২০২৩।

  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নতুন ৩০ কোটি ডলার সহায়তা প্যাকেজের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। এই প্যাকেজের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদ রয়েছে।

  • যুক্তরাষ্ট্রের ইউক্রেনীয় স্টিলের ওপর অস্থায়ী শুল্ক স্থগিতের ঘোষণা এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

  • ইউক্রেনের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বারবার হামলার বিষয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রাশিয়ার ১০টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

কিয়েভ কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অ্যাপার্টমেন্ট ভবন, একটি চিকিৎসা ক্লিনিক এবং একটি পানির লাইন ক্ষতিগ্রস্ত করেছে।

রাশিয়া মে মাসে কিয়েভে ঘন ঘন বিমান হামলা চালিয়েছে। গত বছরের গোড়ার দিকে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী যে এলাকা দখল করে নিয়েছে তা উদ্ধার করার জন্য ইউক্রেন একটি প্রত্যাশিত পালটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

নেটো সমর্থন

অসলোতে নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বৃদ্ধির পাশাপাশি সামরিক জোটে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার একত্রিত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নেটোকে তার দেশের অন্তর্ভুক্তি দ্রুততর করতে বলেছেন। কিন্তু নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গত সপ্তাহে বলেছিলেন, যুদ্ধ চলতে থাকা অবস্থায় ইউক্রেনের নেটোতে যোগদান “এজেন্ডাতে নেই।”

বৃহস্পতিবার অসলোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্টলটেনবার্গ ইউক্রেনের নেটো সদস্য হওয়ার প্রতি সমর্থন প্রকাশ করেন।

এই প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।