সমলিঙ্গের বিয়েতে বাধা অসাংবিধানিক, বলেছে জাপানের একটি আদালত

সমকামী বিবাহের অনুমতি না দেয়া অসাংবিধানিক ছিল- নিম্ন আদালতের এমন রায়ের পর নাগোয়া জেলা আদালতের বাইরে বাদীর আইনজীবীসহ লোকজনকে ব্যানার এবং পতাকা ওড়াতে দেখা যাচ্ছে। ৩০মে, ২০২৩। রয়টার্সের মাধ্যমে কিয়োডো।

জাপানের একটি আদালত মঙ্গলবার রায় দিয়েছে যে, সমকামী বিবাহের অনুমতি না দেয়া অসাংবিধানিক ছিল। কর্মীরা এই সিদ্ধান্তকে সমকামী বিয়ের জন্য কোনো আইনি সুরক্ষা না থাকা গ্রুপ অফ সেভেনের একমাত্র দেশে সমতার দিকে একটি পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

নাগোয়া জেলা আদালতের রায়টি গত দুই বছরে চারটি মামলার মধ্যে সমকামী বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে অভিহিত করা দ্বিতীয় রায়। এর ফলে এমন একটি দেশে আইন পরিবর্তনের জন্য চাপ বৃদ্ধি হতে পারে, যেখানে সংবিধানে বলা আছে একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে বিবাহ হয়ে থাকে।

টোকিওর একটি আদালত পরে সমকামী বিবাহের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলেও তারা বলেছে, সমকামী পরিবারের আইনি সুরক্ষার অভাব তাদের মানবাধিকার লঙ্ঘন করে।

মঙ্গলবারের রায়কে আদালতের বাইরে রংধনু পতাকা নেড়ে উল্লাসের সাথে সক্রিয়কর্মী ও সমর্থকরা স্বাগত জানায়।

যদিও জনমত জরিপে দেখা যায়, প্রায় ৭০ শতাংশ জনসাধারণ সমকামী বিবাহকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার রক্ষণশীল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এর বিরোধিতা করে।

কিন্তু অধিকারের পরিধি সীমিত। অংশীদাররা একে অপরের সম্পদের উত্তরাধিকারী হতে পারে না বা একে অপরের সন্তানদের প্রতি অভিভাবকের অধিকার রাখতে পারে না। হাসপাতাল পরিদর্শন নিশ্চিত করা হয় না।

মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার সিভিল কোড এবং বিবাহ আইন অসাংবিধানিক বলে বিশ্বাস করে না।

জাপান জি সেভেন সদস্যদের এবং ব্যবসায়ীদের অর্থনৈতিক লবি উভয় দিক থেকেই ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। তাদের যুক্তি, আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বৃহত্তর বৈচিত্র্য প্রয়োজন।