নিজার বলছে, যৌথ অভিযানে ৫৫ জিহাদি নিহত

লেক চাদ অঞ্চল প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল।

নিজারের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, নাইজেরিয়ার সঙ্গে যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের বেশ কয়েকজন উচ্চপদস্থ যোদ্ধাসহ ৫৫ জন জিহাদি নিহত হয়েছে।

নিজারের সঙ্গে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী আরেগে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) শক্ত ঘাঁটি লক্ষ্য করে ২২ দিনের এই অভিযান চালানো হয়।

সোমবার নিজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চল ডিফায় সেনাবাহিনীর এক বুলেটিনে, জিহাদিদের জন্য প্রচলিত শব্দটি ব্যবহার করে বলা হয়, ৫৫ জন নিহত সন্ত্রাসীর মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং ধর্মীয় নেতা রয়েছেন।

আইএসডব্লিউএপির ওপর “চাপ বজায় রাখা” এবং সরবরাহ রুট কমানোর লক্ষ্যে স্থল ও বিমান অভিযান চালানো হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ১৩টি গাড়ি, ১৩টি মোটরসাইকেল এবং পাঁচটি “বোমা পাতা গাড়ি” ধ্বংস করা হয়েছে এবং এতে দুই সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে।

নাইজেরিয়া, নিজার, ক্যামেরুন এবং চাদের দখলে থাকা বিশাল লেক চাদ অঞ্চলটি বোকো হারাম জিহাদি এবং তাদের মারাত্মক প্রতিদ্বন্দ্বী আইএসডব্লিউএপির জন্য একটি কুখ্যাত আশ্রয়স্থল।

হ্রদের সীমান্তবর্তী চারটি দেশ ২০১৫ সালে একটি বহুজাতিক জিহাদি বিরোধী বাহিনী গঠন করে।

চলতি মাসের শুরুতে নাইজার জানায়, আইএসডব্লিউএপির সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে আসা বোকো হারামের প্রায় ১,৪০০ অনুসারীকে আটক করেছে সেনাবাহিনী।

গত মার্চে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সাম্বিসার বনাঞ্চলে বোকো হারামকে অনুসরণ করে আইএসডব্লিউএপি।

নিজারের ডিফা অঞ্চল গত কয়েক বছর ধরে জিহাদি হামলার শিকার হলেও ২০২৩ সালের শুরু থেকে তুলনামূলকভাবে শান্ত রয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে।