গ্রীসে অভিবাসী চোরাচালানকারীদের সাথে যোগসাজশের সন্দেহে পাঁচ সীমান্ত পুলিশ গ্রেপ্তার

গ্রীসের আলেকজান্দ্রোপলিসে গ্রীস এবং তুরস্কের সীমান্ত বেষ্টনী। ১০ আগস্ট, ২০২১। ফাইল ছবি।

সোমবার গ্রীস কর্তৃপক্ষ বলেছে, তারা প্রতিবেশী তুরস্ক থেকে অভিবাসীদেরকে গ্রীসে পাড়ি দিতে সহায়তা করার জন্য চোরাকারবারিদের সাথে কাজ করার সন্দেহে বিশেষ এক সীমান্তরক্ষী বাহিনীর পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

এক পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, পাঁচ জন সন্দেহভাজন তুরস্কের সাথে উত্তর-গ্রীক স্থল সীমান্ত বরাবর বয়ে চলা ইভ্রোস নদী পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করে অক্টোবরের শেষ থেকে কমপক্ষে ১০০ জনকে প্রবেশের সুবিধা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সীমান্ত শহর দিদিমোটিচোতে গ্রেপ্তারের সময় পুলিশ নগদ প্রায় ২৮ হাজার ডলার এবং প্রায় ৬০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক স্কোয়াডের তদন্তের পর এই অভিযান চালানো হয়।

ইউরোপীয় ইউনিয়নে উন্নত জীবনযাপনের জন্য ইভ্রোস হলো গ্রীসের মূল একটি ক্রসিং পয়েন্ট। গ্রীস অভিবাসী প্রবেশ ঠেকাতে সীমান্তের বেশিরভাগ অংশে একটি উঁচু বেষ্টনী তৈরি করেছে এবং এটি আরও বৃদ্ধি করার পরিকল্পনা করছে।