ডনেটস্ক -এ সৈন্যদের সাথে সাক্ষাৎ করলেন জেলেন্সকি

ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের বাখমুতের কাছে যুদ্ধক্ষেত্রে ট্রেঞ্চে এক ইউক্রেনীয় সৈনিককে দেখা যাচ্ছে; ২২ মে ২০২৩।


  • ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রাশিয়ার নিরাপত্তা বাহিনী, দেশটির বেলগোরোড প্রদেশে “খুব সম্ভবত কোনো উপ-দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।” আর, রাশিয়া “তার সীমান্ত অঞ্চলে ক্রমবর্ধমান মারাত্মক বহুস্তরের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”
  • বেলগোরোডের গভর্নর বলেছেন, বেশ কয়েকটি ড্রোন রাতের বেলায় এ অঞ্চলে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
  • ইউক্রেন যুদ্ধে অঙ্গহানি হয়েছে এমন দুজন প্রাক্তন সৈনিক, ইউক্রেনের প্রধান সামরিক হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে, একে অপরের দিকে ১২০ কিলোমিটার পথ হেঁটেছেন।তারা বলেন, এইভাবে আমরা আমাদের ভাই-বোনদের অস্ত্র দিয়ে সাহায্য করতে পারি এবং আমাদের দেশকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারি। কারণ, আমাদের দেশ এখন সত্যিই যুদ্ধের মধ্যে রয়েছে। আমরা সবাই, যে যেভাবে পারি যুদ্ধ করছি।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

নেটো পার্লামেন্টারি অ্যাসেম্বলি সোমবার সর্বসম্মতক্রমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। লুক্সেমবার্গের এই অ্যাসেম্বলিতে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ইয়েহোর চেরনিয়েভ বলেন, এটি হলো, “[ইউক্রেনের জন্য] সুদূরপ্রসারী রাজনৈতিক পরিণতিসহ একটি কূটনৈতিক বিজয়।”

এই ঘোষণা রাশিয়ার যুদ্ধাপরাধের বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনকে সমর্থন করে।আর, এর মধ্যে রয়েছে, ইউক্রেনকে বিজয় অর্জনে সহায়তা করার অঙ্গীকার, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি, আরো নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে, মার্শাল প্ল্যানের অনুরূপ একটি সহায়তা কর্মসূচি।

রাতের ভিডিও ভাষণে জেলেন্সকি নেটো পার্লামেন্টারি অ্যাসেম্বলির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ শেলডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।