নিপ্রোপেট্রোভস্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ভিডিও থেকে নেয়া এই স্থির চিত্রে ইউক্রেনের নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্থ একটি ফায়ার ডিপো কম্পাউন্ডে ধ্বংস হওয়া যানবাহন দেখা যাচ্ছে; ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরী পরিষেবার নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের প্রেস সার্ভিস/ রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট; ২২ মে ২০২৩।

  • নিপ্রোপেট্রোভস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
  • ইউক্রেন বলেছে, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহকারী একটি উচ্চ চাপ সংযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া।
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জাপানে জি সেভেন বৈঠক থেকে আবরো এই আশ্বাস পেযেছেন যে কিয়েভের মিত্ররা যুদ্ধে সহায়তা অব্যাহত রাখবে।

ইউক্রেনের কর্মকর্তারা সোমবার বলেছেন, রুশ বাহিনী নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে; আর, আহত হয়েছেন কমপক্ষে আটজন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের ওপর তাদের বিমান হামলা জোরদার করেছে। ইউক্রেন, রুশ বাহিনীর কাছ থেকে, তাদের দখল করা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে একটি পালটা আক্রমণের পরিকল্পনার মুখে এই হামলা শুরু হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ সংস্থা সোমবার বলেছে, রুশ গোলাবর্ষণে, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, বাইরে থেকে বিদুৎ সরবরাহকারী একটি উচ্চ চাপের সংযোগ লাইন উড়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার জাপানের হিরোশিমাতে জি সেভেন শীর্ষ সম্মেলনের সমাপনীতে বলেন, ইউক্রেনীয় শহর বাখমুতে রুশ বাহিনী পরিচালিত ধ্বংসযজ্ঞ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিরোশিমা বোমা হামলার কথা মনে করিয়ে দেয়।

ইউক্রেনের নেতা এই বলে সতর্ক করেন, বিশ্ব যদি রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়; তবে, রাষ্ট্র ক্ষমতায় থাকা অন্য অপরাধীদের অনুরূপ যুদ্ধ শুরু করাটা কেবল “সময়ের ব্যাপার মাত্র।” তিনি আরো বলেন, “আমি এখানে হিরোশিমাতে আছি, বিশ্ব যেন অখণ্ডতার জন্য ইউক্রেনের আহ্বান শুনতে পায়।”

হিরোশিমায় জি সেভেন সংবাদ সম্মেলনে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করবে না।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।