শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বদল করেছে ইরান

তারিখবিহীন এই ছবিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ানকে তেহরানে ইরানের প্রয়াত মেজর-জেনারেল কাসেম সোলেইমানির পাশে দেখা যাচ্ছে; ইরানের সুপ্রিম লিডারের কার্যালয়/রয়টার্সের মাধ্যমে ডব্লিউএএনএ; ২২ মে ২০২৩।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান নিয়োগ করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস-এর অন্যতম কমান্ডার আলী আকবর আহমাদিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আলী শামখানির স্থলাভিষিক্ত হয়েছেন আহমাদিয়ান। আলী শামখানি এক দশক ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সাথে সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আহমাদিয়ান রেভল্যুশনারি গার্ডস-এর জয়েন্ট স্টাফের প্রধান এবং এর স্ট্র্যাটেজিক সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।