আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে স্পেসএক্স-এর পরবর্তী প্রাইভেট ফ্লাইট ছাড়বে রবিবার, যদি আবহাওয়া আর মহাকাশযান ঠিক থাকে।
যাত্রীদের মধ্যে থাকবে কয়েক দশক পর প্রথমবারের মত সৌদি নভোচারী এবং টেনেসির এক ব্যবসায়ী, যার নিজের স্পোর্টস কার রেসিং টিম আছে। ঐ ফ্লাইটের নেতৃত্বে থাকবেন নাসার একজন অবসরপ্রাপ্ত নভোচারি। ঐ ১০ দিনের যাত্রার ব্যবস্থা করেছে যে প্রতিষ্ঠান, তিনি সেখানে কাজ করেন।
হিউস্টন ভিত্তিক অ্যাক্সিয়ম স্পেস আয়োজিত এটি দ্বিতীয় চার্টার ফ্লাইট। এই ফ্লাইটের জন্য টিকেটের দাম কত তা ঐ কোম্পানি বলেনি। আগে তারা বলেছিল টিকেটের দাম জন প্রতি ৫৫ মিলিয়ন ডলার।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রবিবার যাত্রা শুরু করার জন্য ফ্যালকন রকেট এরই মধ্যে প্যাডে রাখা আছে। ১৯৮৫ সালে এই একই জায়গা থেকে সৌদি আরবের প্রথম কোনো নভোচারি এক যুবরাজ মহাকাশে গিয়েছিলেন।
এবারে সৌদি সরকারের প্রতিনিধিত্ব করছেন সে দেশের প্রথম মহিলা নভোচারি, একজন স্টেম সেল গবেষক, রায়ানা বার্নাওয়ি এবং সৌদি বিমান বাহিনীর পাইলট আলী আল কার্নী।
বাকি দুই জন হলেন জন শফনার এবং পেগি হুইটসন। পেগি মহাকাশে মোট ৬৬৫ দিন থেকে আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ডধারি।