সুদান পরিষদ থেকে আরএসএফকে বহিষ্কার করেছেন সেনাপ্রধান; খার্তুমে তীব্র বিমান হামলা

দু জন বৈরি সুদানি জেনারেলের লড়াইয়ে অব্যাহত সহিংসতায় খার্তুমরে ভবনগুলোর উপরে ধোঁয়ার কুন্ডুলি দেখা যাচ্ছে। ১৯ মে ২০২৩।

সুদানের রাজধানী খার্তুম ও জমজ শহর বাহরিতে শুক্রবার নতুন করে বিমানহামলা হয়েছে। এদিকে, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে।এর ফলে, আটকে পড়া ও বাস্তুচ্যুত নাগরিকদের মানবিক সংকট গভীরতর হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সামরিক বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ-এর মধ্যে ভয়ানক লড়াইয়ে বিপর্যস্ত খার্তুমবাসীর জীবনকে, সশস্ত্র লোকজন ও তাদের সমর্থক বেসামরিক লোকদের ব্যাপক লুটপাট আরো দুর্বিষহ করে তুলেছে।

.এই সংঘাত সুদানের মধ্যে আনুমানিক ৮ লাখ ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার এ কথা বলেছে।

সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান শুক্রবার ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলে তার ডেপুটি পদ থেকে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোকে, অপসারণের দীর্ঘ প্রত্যাশিত পদক্ষেপ নেন। দাগালোকে হেমেদতি নামে বেশি পরিচিত।

২০১৯ সাল থেকে তারা এই কাউন্সিল পরিচালনা করেছিলেন। তখন ক্ষমতাধর প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন এই দুই জেনারেল। ২০২১ সালের অভ্যুত্থানের আগে, একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ঘনিয়ে আসছিলো।

সৌদি শহর জেদ্দায়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আয়োজিত যুদ্ধবিরতি আলোচনায় কোন অগ্রগতি হয়নি।

শুক্রবার সেখানে আরব লীগের বৈঠকে, সুদানের রাষ্ট্রদূত একটি বিবৃতিতে আরএসএফের বিরুদ্ধে লুটপাট, ধর্ষণ এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন।

দূত দাফাল্লাহ আল-হাজ বলেন "আমরা বিশ্বাস করি যে আপনারা সুদানের সেনাবাহিনীর পাশে থাকবেন এবং পুনর্গঠনের পরবর্তী ধাপে আমাদের সঙ্গী হবেন"।

আরএসএফ, সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ শুরু করার এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। তারা বলেছে, যারা অপরাধ করছে তারা আরএসএফ-এর চুরি করা উর্দি পরছে।

কয়েক দশক ধরে সংঘাত-আক্রান্ত স্বৈরশাসনাধীন সুদানকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থিত চুক্তির অধীনে, আরএসএফ-কে সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের পর ১৫ এপ্রিল সুদানে লড়াই শুরু হয়।

দ্বিতীয় আদেশ অনুযায়ী বুরহান বিদ্রোহী গোষ্ঠীর নেতা মালিক আগারকে তার নতুন ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছেন। সরকারের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, মালিক ২০২০ সালে সুদান কাউন্সিলে য়োগ দেন।

ঐদিনই পরে আরো কিছু সামরিক কর্মকর্তাকে, যারা পরিষদে দায়িত্ব পালন করেছেন, তাদের পদোন্নতি দেন বুরহান।

\শুক্রবার বিমান হামলা শুরু হয় খার্তুমের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আরএসএফ ব্যবহৃত বিমান-বিধ্বংসী অস্ত্রের শব্দ শুনেছেন। খার্তুম থেকে নীল নদের ওপারে বাহরি এবং শার্গ এল-নীল এলাকায় রাতভর এবং শুক্রবার সকালে বিমান হামলা হয়।

আহমেদ নামে একজন যুবক বাহরি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, "রাস্তায় দেখলাম প্রায় ৩০টি সামরিক ট্রাক [বিমান] হামলায় ধ্বংস হয়ে গেছে। সর্বত্র মৃতদেহ পড়ে আছে, এর মধ্যে কিছু সেনাবাহিনীর এবং কিছু আরএসএফের। কিছু পঁচতে শুরু করেছে। এটা সত্যিই ভীতিপ্রদ।”

কয়েক সপ্তাহ আপেক্ষিক শান্ত থাকার পর, দ্বিতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমে, দক্ষিণ দারফুর অঞ্চলের রাজধানী নিয়ালা শহরে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংঘাতে প্রায় ৭০৫ জন নিহত এবং কমপক্ষে ৫২৮৭ জন আহত হয়েছে।