বুধবার কর্মকর্তারা বলেছেন, হিমালয় অঞ্চলে পর্যটন বিষয়ক জি টুয়েন্টি বৈঠকের আগে জঙ্গি হামলা বৃদ্ধির কারণে ভারত জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে।
ফেডারেল অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরে ২২-২৪ মে জি টুয়েন্টি সদস্যদের একটি পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক বৈঠকের অংশ।
ইসলামি জঙ্গিরা এই বছর জম্মু অঞ্চলে পাহাড় জুড়ে হামলা বৃদ্ধি করেছে।
এ বছর জম্মুতে চারটি হামলায় ১০ জন সেনা এবং ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
কাশ্মীর উপত্যকার পুলিশ প্রধান বিজয় কুমার রয়টার্সকে বলেছেন, শহরে কমান্ডো মোতায়েন করা হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান করবে।
শ্রীনগর ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে মুসলিম জঙ্গিদের বিদ্রোহের কেন্দ্র ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কমে গেলেও হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
মুসলিম বিদ্রোহীদের সমর্থন করার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান তা অস্বীকার করে এবং কাশ্মীরের মুসলিম জনগণের অধিকার লঙ্ঘনের জন্য ভারতকে তারা অভিযুক্ত করে। ভারত এ অভিযোগ অস্বীকার করে।
পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী তিনটি যুদ্ধ করেছে। এর মধ্যে দুটি কাশ্মীর নিয়ে। উভয় দেশই এই অঞ্চলটির পূর্ণ মালিকানা দাবি করে কিন্তু আংশিকভাবে এটি শাসন করে।