নির্বাচনে বড় জয় পেলো থাইল্যান্ডের বিরোধী দলগুলো

রবিবারের সাধারণ নির্বাচনে বিজয়ী ঘোষণা করার সময় মুভ ফরওয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত ব্যাংককে দলের সদর দপ্তরে গণমাধ্যমের মুখোমুখি হন; ১৫ মে ২০২৩।

থাইল্যান্ডের লাখ লাখ যুব ভোটার সমর্থিত মুভ ফরোয়ার্ড পার্টি সাধারণ নির্বাচনে সর্বাধিক আসনে জয় লাভ করেছে।এই খবর শুনতে শুনতে জেগে উঠে থাইল্যান্ড।

প্রাক-নির্বাচনী জরিপগুলো ধারণা দিচ্ছিলো যে ফেউ থাই পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে। এক চমকপ্রদ ফলাফলে দেখা যায়, মুভ ফরোয়ার্ড পার্টি ১৫১টি আসনে জয়ী হয়েছে। আর, ফেউ থাই পার্টি পেয়েছে ১৪১ আসন।

মুভ ফরওয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত সোমবার বলেছেন, তার দল থাইল্যান্ডের পরবর্তী সরকারের নেতৃত্ব দিতে প্রস্তুত।আর, তিনি প্রস্তুত দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে।

থাই যুবকরা মুভ ফরোয়ার্ড পার্টিকে সমর্থন করার মূল কারণগুলোর মধ্যে একটি হলো, থাই রাজতন্ত্রের সংস্কার ও থাইল্যান্ডের লেস ম্যাজেস্ট আইন সংশোধন করার প্রতিশ্রুতি।এই আইনের অধীনে রাজপরিবারের সমালোচনা নিষিদ্ধ। কেউ সমালোচনা করলে, দোষী ব্যক্তিদে কঠোর কারাদণ্ড দেয়া হয়। দলটি, বার্ষিক মজুরি বৃদ্ধি এবং শিক্ষা ও পাঠ্যক্রম সংস্কারেরও প্রতিশ্রতি দিয়েছে।

ফেউ থাই নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা, মুভ ফরোয়ার্ড পার্টিকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, “আমরা একসাথে কাজ করতে পারি।”

আনুষ্ঠানিকভাবে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের হাতে ৬০ দিন পর্যন্ত সময় আছে।

২০১৯ সালের পর এটি থাইল্যান্ডের প্রথম সাধারণ নির্বাচন।এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৩ কোটি ৯৫ লাখ। এই সংখ্যা ৫ কোটি ২০ লাখের বেশি নিবন্ধিত ভোটারের ৭৫ শতাংশ।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।