তীব্র লড়াইয়ের মধ্যেই আবার শুরু হচ্ছে সুদান আলোচনা

এএফপিটিভির ভিডিও চিত্র থেকে নেয়া এই ছবিতে খার্তুমের আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে; (ফাইল ফটো), ২৮ এপ্রিল ২০২৩।

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সমঝোতা সত্ত্বেও, খার্তুমের চারপাশে রাতভর বিমান হামলা ও তীব্র লড়াই চলছে। এই প্রেক্ষাপটে সুদানের যুদ্ধরত সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স, রবিবার আবার আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন সৌদি আরবের এক জ্যেষ্ঠ কূটনীতিক।

একটি যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে, আলোচনার আয়োজন করে সৌদি আরব। এই কূটনীতিক জানান, শুক্রবার অনুষ্ঠেয় আরব লীগ-এর জেদ্দা শীর্ষ সম্মেলনে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান-কে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

এক মাস আগে হঠাৎ শুরু হওয়া এই সংঘাতে শত শত মানুষ মারা গেছে। আর, দুই লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছে আরো সাত লাখ মানুষ। এ ছাড়া, বাইরের শক্তিগুলোর আগ্রহ বাড়ার কারণে এই অঞ্চল অস্থিতিশীলতার ঝুঁকিতে রয়েছে।

উপসাগরীয় অঞ্চলের অন্য দুই কূটনীতিক জানিয়েছেন, জেদ্দা শীর্ষ সম্মেলনে বুরহানকে আমন্ত্রণ জানানো হলেও, নিরাপত্তার কারণে তিনি সুদান ত্যাগ করবেন না বলে ধারণা করা হচ্ছে।

সৌদি কূটনীতিক বলেন, বুরহানকে আমন্ত্রণ জানানোর কারণ হলো, তিনি সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান।সংঘাত শুরু হওয়ার আগে, বেসামরিক শাসনে পরিকল্পিত রূপান্তরের তদারকি করার কথা ছিলো এই কাউন্সিলের। তার প্রতিদ্বন্দ্বী আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদি নামে পরিচিত, এই কাউন্সিলের উপ-প্রধান।

সৌদি কূটনীতিক আরো বলেন, “আমরা এখনো সুদানি প্রতিনিধি দলের নাম পাইনি, তবে আমরা আশা করছি সম্মেলনে সুদানের প্রতিনিধিত্ব থাকবে।“

জেদ্দায় পুনরায় শুরু হওয়া আলোচনায়, উভয় পক্ষ বৃহস্পতিবারের চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবে।আলোচ্যসূচিতে রয়েছে, ত্রান সরবরাহ, নিরাপদ করিডর প্রতিষ্ঠা এবং বেসামরিক এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নেয়ার পরিকল্পনা।