সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে সমাধানের দিকে নিতে জাতিসংঘের আহবান

ফটোঃ ৩মে, সুদানের খার্তুমে ধোঁয়া বাড়ছে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানভলকার তুর্ক সুদানে গত মাসে শুরু হওয়া যুদ্ধে লড়াইরত দলগুলোকে যুদ্ধ বন্ধে উৎসাহিত করার জন্য আফ্রিকার প্রভাবশালী দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জরুরি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তুর্ক বলেন, এই সংঘাত “চরম দুর্দশাগ্রস্ত দেশটিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।”

তুর্ক বলেন, 'আমি নিন্দা জানাই ঐ প্রতিটি ব্যক্তিকে যারা সহিংসতার ব্যবহার করে তাদেরই নিজের দেশের লক্ষ লক্ষ জনগণের জীবন ও মৌলিক অধিকারের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না।

সুদানের রাজধানীতে বুধবার সংঘর্ষ আরও তীব্র হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা, রকেট চালিত গ্রেনেড এবং গোলাগুলির ঘটনা ঘটেছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী খার্তুম এবং ওমদুরমান ও বাহরি শহরের লক্ষ্যবস্তুতে হামলাচালায়। জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে হটানোর চেষ্টা করছে সেনাবাহিনী। এপ্রিলের মাঝামাঝি থেকে লড়াই শুরু হওয়ার পর তারা ঐ আবাসিক এলাকায় ঘাঁটি তৈরিকরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংঘর্ষে ৬’শরও বেশি মানুষ মারা গেছে এবং ৫হাজার জনেরও বেশি আহত হয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে সেনাবাহিনী ও আরএসএফের প্রতিনিধিরা সৌদি আরবে বৈঠক করছেন। ঐ আলোচনা সম্পর্কে এক পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে বলেছেন, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং মানবিক প্রবেশাধিকারের বিষয়ে একটি চুক্তির দিকে মনোনিবেশ করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন,আমেরিকার আলোচকেরা ঐ দুই বিষয়ে “খুবই আশাবাদী।”