জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক মঙ্গলবার বলেন, ইরান এ বছর গড়ে প্রতি সপ্তাহে ১০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত অপরাধের জন্য ১ জানুয়ারি থেকে দেশে কমপক্ষে ২০৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি।
তুর্ক বলেন, “এই বছর এ পর্যন্ত গড়ে প্রতি সপ্তাহে ১০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারীদের মধ্যে একটিতে পরিণত করেছে।”
এই ট্র্যাক রেকর্ডটিকে জঘন্য বলে অভিহিত করে তিনি আরও বলেন, “এই হারে, ইরান উদ্বেগজনকভাবে গত বছরের মতো একই ট্র্যাকে রয়েছে, যখন প্রায় ৫৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।”
সোমবার ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাসফেমি ছড়ানোর অভিযোগে দুজনকে ফাঁসি দিয়েছে। ইসলামিক এই প্রজাতন্ত্র মৃত্যুদণ্ডের এসব ঘটনার মাধ্যমে নতুন নিম্ন স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযোগে ইরানের নিন্দা জানিয়েছে।
শনিবার ইরান সুইডিশ-ইরানি ভিন্নমতাবলম্বী হাবিব চাবকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের তীব্র সমালোচনা করেছে।
জাতিসংঘ জানিয়েছে, গত ১৪ দিনে বেলুচ সংখ্যালঘু ২২ জনসহ কমপক্ষে ৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অধিকাংশের মৃত্যুদণ্ড মাদক সংক্রান্ত অভিযোগে কার্যকর করা হয়েছে।
তুর্ক বলেছেন, “মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আরোপ করা আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম ও মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়”।