চীনে ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা ক্যাপভিশনের অফিসে অভিযান

চীনের সাংহাইতে ক্যাপভিশনের একটি অফিস ভবনের সামনে নজরদারি ক্যামেরা দেখা যাচ্ছে। (৯ মে, ২০২৩)

সংবেদনশীল অর্থনৈতিক তথ্য সরবরাহকারী বিদেশী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে বেইজিং এবং অন্যান্য চীনা শহরগুলিতে ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা ক্যাপভিশনের অফিসে অভিযান চালিয়েছে চীনের প্রধান বিদেশী গোয়েন্দা সংস্থা।

কোভিড-১৯ মহামারির বিধিনিষেধ তুলে নেয়ার পর শি জিনপিংয়ের সরকার ব্যবসার ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় চীনে কর্মরত বিদেশি কোম্পানিগুলো ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে।

তদন্তকারীরা একই সাথে বেইজিং, সাংহাই এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্দ্র সুঝৌ, শেনঝেনের ক্যাপভিশন এবং অন্যান্য শাখা পরিদর্শন করেছেন।

রাজ্য নিরাপত্তা মন্ত্রক, পুলিশ এবং বাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। গ্রেপ্তার বা আটকের বিষয়ে কিছু বলা হয়নি। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি এবং "আইন অনুযায়ী মামলায় জড়িত কর্মীদের" বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সোমবার বলেছে, "সাম্প্রতিক বছরগুলোতে চীনকে দমনের কৌশল বাস্তবায়ন করতে কিছু পশ্চিমা দেশ আমাদের দেশের গোয়েন্দা তথ্য এবং সামরিক শিল্প, অর্থনীতি ও অর্থ সম্পর্কিত তথ্য চুরিতে ক্রমেই ব্যস্ত হয়ে উঠেছে"।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, দেশীয় পরামর্শদাতা সংস্থাগুলির কাছে এই জাতীয় গোপনীয়তা চুরি করার সরঞ্জাম ছিল।

ক্যাপভিশন ও অন্যান্য কোম্পানির বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ এবং অন্যান্য “উপযুক্ত বিভাগ” সম্প্রতি “আইন অনুযায়ী প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উন্মুক্ত আইন প্রয়োগ” করছে।

সাংহাইয়ে আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এরিক ঝেং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ক্যাপভিশনের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইন প্রয়োগের বিষয়ে চীনকে আরও স্বচ্ছ হতে হবে।

ক্যাপভিশন এই অভিযান সম্পর্কে কোনও মন্তব্য করেনি। তবে তাদের সামাজিক মিডিয়া চ্যানেল উইচ্যাটে সোমবার, ১৫ এপ্রিল জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস উপলক্ষে এক ফ্লায়ার পোষ্ট করে। ফ্লায়ারটিতে বলা হয়

"তথ্য সেবা প্রদানে বিশেষজ্ঞ একটি নেতৃস্থানীয় চীনা শিল্প হিসাবে, ক্যাপভিশন জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর স্বাস্থ্যকর এবং সুশৃঙ্খল বিকাশে শিল্পকে নেতৃত্ব দিচ্ছে।"