ধর্ম অবমাননার অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান

রাজধানী তেহরান-সহ ইরানের মানচিত্র।

ধর্ম অবমাননার দায়ে দণ্ডিত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সোমবার জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের নিউজ সাইট মিজান তাদের ইউসেফ মেহরদাদ এবং সদরুল্লাহ ফাজেলি জারে বলে শনাক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অপরাধের মধ্যে রয়েছে, ইসলাম এবং নবীকে অবমাননা করা।এছাড়া, তারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে এবং নাস্তিকতা প্রচার করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।

গত বছর জাতিসংঘের একদল বিশেষজ্ঞ ইরানে ধর্ম অবমানাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা, “বৈষম্য ছাড়া ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে অর্থপূর্ণ পদক্ষেপ নেয়ার জন্য” ইরানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।