কঙ্গোর বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে চার শ’

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলের প্রবল বন্যায় নিহতদের মরদেহ কম্বলে মুড়িয়ে দিচ্ছেন কঙ্গোর রেডক্রস স্বেচ্ছাসেবক ও নিয়ামুকুবির বাসিন্দারা; ৬মে ২০২৩।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে গত সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় চারশ’তে পৌঁছেছে।কর্মকর্তারা বলছেন, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

ভারী বৃষ্টিপাত বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। মৃতের সংখ্যা বেশি হওয়ার কারণে গ্রামবাসীরা তাদের গণকবরে সমাহিত করতে বাধ্য হচ্ছে।

কঙ্গো সরকার সোমবার জাতীয় শোকদিবস পালন করেছে। সম্প্রতি উগান্ডা এবং কেনিয়াতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।