রাশিয়ার শ্রমিক ঘাটতির কারণ ইউক্রেন যুদ্ধ: বলছে ব্রিটেন

ইউক্রেনের দশম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড “এডেলওয়াইস'-এর সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের সোলেদার শহরের নিকটবর্তী একটি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সৈন্যদের লক্ষ্য করে ডি-৩০ হাউইটজার নিক্ষেপ করছে; ৬ মে ২০২৩ ।

সর্বশেষ অগ্রগতি

  • ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রবিবার বলেছেন, রাশিয়া তার ভাড়াটে সৈন্যদের ইউক্রেনে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব ধরণের গোলাবারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।এর আগে প্রিগোজিন বলেছিলেন, তিনি কৌশলগত বাখমুথ থেকে তার যোদ্ধাদের প্রত্যাহার করে নেবেন। এখন তিনি বলেছেন, বাখমুতকে রক্ষা করতে তার যোদ্ধারা "প্রয়োজনীয় সবকিছু" পাবে।
  • রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়ায় রাতে পরিচালিত একটি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।
  • ইউক্রেনের কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেন।এলাকাগুলোর মধ্যে রয়েছে কিয়েভ এবং পূর্ব থেকে পশ্চিমের অঞ্চল এবং দক্ষিণে খেরসন অঞ্চল এবং রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া।ইউক্রেনের বিমান বাহিনী আমেরিকার একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-কে বাধা দেয় এবং ভূপাতিত করে।
  • খেরসন ওব্লাস্টে রুশ গোলাবর্ষণ জোরদার হলে, মাইন সরানোর কাজে নিযোজিত ছয় জন ইউক্রেনীয় শ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো দুই জন।
  • "মারিউপোলের কসাই" নামে পরিচিত একজন বরখাস্ত রুশ জেনারেল নতুন চাকরি পেয়েছেন। তিনি ওয়াগনার ভাড়াটে সৈন্য দলে যোগ দিচ্ছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের টুইটারে পোস্ট করা এক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে রবিবার বলা হয়েছে, রাশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরণের শ্রমিক সংকটের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের যুদ্ধ এর জন্য আংশিকভাবে দায়ী।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত তিন বছর ধরে এই জরিপ পরিচালনা করে । জরিপে দেখা যায় যে, রাশিয়ার জনসংখ্যা প্রত্যাশার চেয়ে প্রায় ২০ লাখ বেশি হ্রাস পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধ এবং কোভিড মহামারীর কারণে এটি ঘটেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক শনিবার দাবি করে, ইউক্রেন এবং পশ্চিমারা একটি গাড়ি বোমা হামলার জন্য দায়ী।ঐ হামলায় একজন বিশিষ্ট জাতীয়তাবাদী রুশ লেখক আহত হন এবং তার গাড়ি-চালক নিহত হন।

চিকিৎসার জন্য অজ্ঞান করে রাখা হলেও, অস্ত্রোপচারের পর, প্রিলেপিনের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।শনিবার এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তাস জানায়।

প্রমাণ সরবরাহ না করেই রুশ মন্ত্রকটির এক বিবৃতিতে বলা হয়, "এই হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় কেবল ইউক্রেনীয় কর্তৃপক্ষের নয়, তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের; প্রথমত এর দায় যুক্তরাষ্ট্রের।"

হোয়াইট হাউজ, পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থাটি জানায়।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রুশ লেখকের ওপর চালানো গাড়ি বোমা হামলা বা অন্যান্য হামলায় জড়িত থাকার কথা নিশ্চিত করেনি; অস্বীকারও করেনি।

রুশ আগ্রাসন-কে সমর্থন করার কারণে ২০২২ সালে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডা প্রিলেপিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের প্রতিবেদনের তত্যানুসারে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি গত জানুয়ারিতে রাশিয়ার ন্যাশনাল গার্ডে যোগ দেন ।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।