সুইডিশ-ইরানী ভিন্নমতাবলম্বীকে মৃত্যুদণ্ড দিল ইরান

মিজান নিউজ এজেন্সি দ্বারা প্রকাশিত এই ছবিতে, ইরানের তেহরানের একটি আদালতে হাজিরা দেবার আগে ইরানি-সুইডিশ দ্বৈত নাগরিক ফারাজুল্লাহ ছা'আব৷ ২৫ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)

এক সুইডিশ-ইরানি ভিন্নমতাবলম্বীকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে শনিবার জানিয়েছে ইরান।

এর আগে, ইরানের আরব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আহওয়াজের মুক্তির জন্য সংগ্রাম আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কিছু কার্যকলাপের জন্য হাবিব ফারাজুল্লাহ ছাবকে "পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত হওয়ার" অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, গ্রুপটি ২০১৮ সালে একটি সামরিক কুচকাওয়াজে হামলা চালায়, যাতে ২৫ জন নিহত হয়।

ছা'বকে ২০২০ সালে তুরস্কে আটক করে ইরানি নিরাপত্তা বাহিনী। তুরস্কে তাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি।

ছা'বের গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল সুইডেন।

তবে, ইরান ও সুইডেনের মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। ১৯৮৮ সালে ইরানে রাজনৈতিক বন্দীদের গণহত্যায় অংশ নেওয়ার জন্য একজন সাবেক ইরানী কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর থেকেই ইরান এবং সুইডেনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে]।