সার্বিয়ায় দুইদিনে দ্বিতীয়বার ব্যাপক গুলিচালনার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার 

৪ মে, সার্বিয়ার বেলগ্রেডে সেন্ট সাভা সার্বিয়ান অর্থোডক্স মন্দিরের সামনে এক নারী মোমবাতি জ্বালাচ্ছেন।

সার্বিয়ার পুলিশ শুক্রবার জানিয়েছে, তারা সার্বিয়ায় দুইদিনের মধ্যে দ্বিতীয়বার ব্যাপক গুলিচালনার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তিটি বেলগ্রেডের কাছে একটি গ্রামে বৃহস্পতিবার গুলি চালিয়ে 8 জনকে হত্যা করে এবং ঐ ঘটনায় ১৪ জন আহত হয়।

বেলগ্রেডের একটি স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোরের গুলিতে নয়জন নিহত ও সাতজন আহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার ঐ গুলির ঘটনা ঘটে।

ম্লাদেনোভাকের কাছে তিনটি গ্রামে এলোপাতাড়ি গুলিচালনো ঘটনা ঘটায় ঐ বন্দুকধারীর খোঁজে শত শত পুলিশ কর্মকর্তা সারারাত তল্লাশি চালিয়ে শুক্রবার এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ক্রাগুজেভাক শহরের কাছে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলগ্রেডে ১৩ বছর বয়সী কিশোর গত বুধবার দৃশ্যত তার বাবার পিস্তল ব্যবহার করে তার নিজের স্কুলের আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে।

কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত করার জন্য ঐ কিশোরের বয়স অনেক কম। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে ছেলেটিকে একটি মানসিক প্রতিষ্ঠানে রাখা হয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই মামলায় ছেলেটির বাবাকে আটক করা হয়েছে কারণ অস্ত্রগুলি তার ছেলের নাগালের মধ্যে আসার ফলে জনসাধারণের নিরাপত্তা বিপন্ন হয়েছে।

স্কুলে গুলি বর্ষণের পর সরকার নতুন বন্দুকের অনুমতি দেওয়ার উপর দুই বছরের নিষেধাজ্ঞাসহ নতুন বন্দুক নিয়ন্ত্রণ আইন চালু করে।

বুধবারের গুলি চালনার ঘটনা গত ১০ বছরের মধ্যে সার্বিয়ায় প্রথম এ রকম ঘটনা।

বুধবারের গোলাগুলির পর সার্বিয়া শুক্রবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

প্রতিবেদনটির কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসের