পাকিস্তানের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তানে সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সঙ্গে এবং সন্দেহভাজন সাম্প্রদায়িক-ভিত্তিক সংঘর্ষে গোলাগুলির ঘটনায় ছয়জন সৈন্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত জেলা উত্তর ওয়াজিরিস্তানে একটি “সন্ত্রাসীদের অবস্থানে” পাকিস্তানি সেনারা সংঘাতে লিপ্ত ছিল। ঐ ঘটনায় তিনজন সেনা নিহত ও দুইজন আহত হয়।
বিস্তারিত আর কিছু না জানিয়ে বিবৃতিতে বলা হয়, “প্রচণ্ড গুলি বিনিময়ের সময় ছয় জন সাহসী সৈন্য সাহসিকতার সাথে লড়াই করে শাহাদাত (শাহাদাত) বরণ করেন।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবানপাকিস্তান বা টিটিপি সহিংসতার দায় স্বীকার করেছে। পাকিস্তানি তালিবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি বলেছে, নিরাপত্তা বাহিনী ঐ এলাকায় টিটিপি সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করেছিল কিন্তু ঐ সময় তাদের ওপর হামলা চালালে তাদের মধ্যে সাতজন নিহত হয়।
তাৎক্ষণিকভাবে জঙ্গিদের দাবির সত্যতা স্বতন্ত্র ভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও ওয়াজিরিস্তান অঞ্চলটি কয়েক বছর আগে পর্যন্ত টিটিপির শক্ত ঘাঁটি হিসাবে কাজ করেছিল।
অপরদিকে আফগান সীমান্তবর্তী কুররাম জেলার পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে সাতজন শিক্ষককে হত্যা করেছে, যাদের অধিকাংশই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোক।