সোমবার সকালে ইউক্রেনের রাজধানীতে ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।ইউক্রেন বলেছে তারা এসব ক্ষেপণান্ত্রের মধ্যে ১৫টিকে ভূপাতিত করেছে। এপি জানিয়েছে, কিয়েভ থেকে প্রাপ্ত প্রাথমিক প্রতিবেদনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এছাড়া, রাশিয়া পূর্ব ইউক্রেনের শহর পাভলোহরাদকে লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এপি এক প্রতিবেদনে বলেছে, শহরটিকে লক্ষ্য করে ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলোর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।রয়টার্স জানিয়েছে, এ হামলায় ৫ শিশুসহ ৩৪ জন আহত হয়েছে।
এক বছরের বেশি সময় আগে রুশ আক্রমণ শুরুর পর থেকে, ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে ৪৭৭ জন শিশু নিহত হয়েছে। আর, আহত হয়েছে প্রায় ১ হাজার শিশু।ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় রবিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
বেশিরভাগ হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ডনেটস্ক এবং খারকিভ ওব্লাস্ট অঞ্চলে। সেখানে যথাক্রমে ৪৫২ জন এবং ২৭৫ জন শিশু নিহত বা আহত হয়েছে। গত মাসে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে যে প্রায় ৪০০ শিশু নিখোঁজ রয়েছে।
ইউক্রেনের জাতীয় ডেটাবেজ, চিলড্রেন অফ ওয়ার বলেছে, রুশ অধিকৃত অঞ্চল থেকে ১৯ হাজারের বেশি শিশুকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। এদের মধ্য থেকে এখন পর্যন্ত ইউক্রেন মাত্র ৩৬৪ জনকে উদ্ধার করতে পেরেছে।
গত ১৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মারিয়া, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর কার্যক্রম ত্ত্বাবধান করেন।
এর আগে, ক্রেমলিন আইসিসির এই পদক্ষেপকে “ প্রতিশোধমূলক এবং অগ্রহণযোগ্য” বলে অভিহিত করে।তবে, পরিবার এবং অভিভাবকের কাছে ফিরে আসা অনেক ইউক্রেনীয় শিশু ভিন্ন গল্প বলছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।