বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে পহেলা মে (সোমবার) বিশ্বব্যাংক সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপের পঞ্চাশ বছর নিয়ে 'জার্নি টুগেদার' নামে একটি মাল্টিমিডিয়া ফটো এক্সিবিশন যৌথভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। এছাড়া, এ উপলক্ষে, 'বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের পঞ্চাশবছরের ভাবনা' শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।
এই প্রেক্ষাপটে বিশ্ব ব্যাংক-এর সাথে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যৌথ যাত্রা, সাফল্য ও অর্জন , চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোকপাত করেছেন বিশ্বব্যাংক মিগা'র ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমাদ।