হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৬ অক্টোবর, ২০১৮। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কিছু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য শনিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার মেডিকেল টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, “মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী রবিবার (৩০ এপ্রিল) বিএনপি চেয়ারপার্সনের আরো কিছু পরীক্ষা করা হবে।”

এর আগে, গুলশানের বাসা থেকে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডা. জাহিদ বলেন, “মেডিকেল বোর্ড পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।”

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ৭৭ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা-সহ বিভিন্ন রোগে ভুগছেন। ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ছয়বার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এর পর খালেদা জিয়াকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে, একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

খালেদা জিয়া তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না, এই শর্তে করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয় এবং একটি নির্বাহী আদেশের মাধ্যমে তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।