তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধবিমান উড়ছে

ফাইলঃ ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে অনুষ্ঠিত ১৩তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে 'টুইন-টেইলড স্করপিয়ন' নামে পরিচিত একটি সিচুয়ান টেংডেনের টিবি-001

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার জানিয়েছে, চীনের ৩৮টি যুদ্ধবিমান এবং একটি টিবি-০০১ ড্রোন দ্বীপটির চারিদিকে প্রদক্ষিণ করেছে।

মন্ত্রক জানিয়েছে ১৯টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে।

টিবি-০০১ চীনের অন্যতম বৃহৎ ড্রোন।

চীনের উড়োজাহাজের এই প্রদর্শনটি সম্ভবত বৃহত্তম বলে মনে হতে পারে।

চীনের বিমান প্রদর্শনটিকে তাইওয়ানকে ভীতি প্রদর্শন করার চেষ্টার উপায় বলে ব্যাপকভাবে মনে করা হয়।

গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসি ইং-ওয়েনের বৈঠকের পর চীন একটি বড় আকারে বিমান প্রদর্শন করা শুরু করেছে।

চীন তাইওয়ানের সঙ্গে যেকোনো সরকারের বৈঠকের বিরোধিতা করে।

১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর তাইওয়ান ও চীন বিভক্ত হয়ে যায় এবং মূল ভূখণ্ডের দায়িত্ব পায় কমিউনিস্ট পার্টি। তাইওয়ান কখনোই গণপ্রজাতন্ত্রী চীনের অংশ ছিল না কিন্তু চীন দৃঢ়প্রতিজ্ঞ যে প্রয়োজনে বল প্রয়োগ করে স্বশাসিত দ্বীপটিকে দেশটির অংশ করবে।

প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং এপি-র থেকে নেওয়া