টেলিফোনে কথা বললেন জেলেন্সকি এবং শি জিনপিং

কিয়েভে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ২৬ এপ্রিল, ২০২৩।

সর্বসাম্প্রতিক অগ্রগতি

  • বল্টিক সাগরে তিনটি রুশ বিমানকে বাধা দিয়েছে জার্মানি এবং ব্রিটেন।
  • ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম টেলিফোনে কথা বললেন ইউক্রেন এবং চীনা নেতারা।
  • ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলছে, বাখমুতের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে স্বল্প-পরিসরের ভারী যুদ্ধ অব্যাহত রয়েছে।
  • ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ান সেনাবাহিনীকে সমালোচনা করার অভিযোগে বিচারের কাঠগড়ায় রুশ বিরোধী সাবেক মেয়র।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, বুধবার চীনের নেতা শি জিনপিংয়ের সাথে তার "দীর্ঘ এবং অর্থবহ" ফোনালাপ হয়েছে। আলোচনায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে, শান্তি আলোচনার সম্ভাব্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে বেইজিং এবং কিয়েভে দূত পাঠাতে সম্মত হয়েছেন দুই নেতা।

    জেলেন্সকি, টুইটারে এক মন্তব্যে, শি-এর সাথে তার কথোপকথনের কোনও বিশদ বিবরণ দেননি। তবে ১৪ মাস আগে রাশিয়ার আক্রমণের পর, এটাই শি-এর সাথে তার প্রথম যোগাযোগ। ইউক্রেনের নেতা বলেছেন, "আমি বিশ্বাস করি, এই আহ্বান, সেইসাথে চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।"

    অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য জেলেন্সকির কাছে আবেদন করেছিলেন। তারা সতর্ক করে দিয়ে বলেন, "পরমাণু যুদ্ধে কোন পক্ষই বিজয়ী হবে না ।" চীনের রাষ্ট্রীয় টিভি বলেছে, শি-র সরকার সম্ভাব্য রাজনৈতিক মীমাংসার বিষয়ে আলোচনার জন্য ইউক্রেনে শীগগিরই একজন বিশেষ প্রতিনিধি পাঠাবে।

    জেলেন্সকির কাছে শি-র মন্তব্যের বিষয়ে এক প্রতিবেদনে রাষ্ট্রীয় টিভি বলেছে, "আলোচনাই একমাত্র কার্যকর উপায়। সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক সমস্যা মোকাবেলায় শান্ত ও সংযত থাকা উচিত এবং সত্যিকার অর্থে নিজেদের এবং সমগ্র মানবতার ভবিষ্যত এবং ভাগ্যের দিকে নজর দেওয়া উচিত। সেই সাথে, সংকট সমাধানের জন্য একসাথে কাজ করা উচিত।"

    চীন রাশিয়ার আক্রমণে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। গত ফেব্রুয়ারিতে দেশটি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বেইজিং রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে, কিংবা মস্কোকে ২০১৪ সালে অবৈধভাবে দখল করা ক্রাইমিয়াসহ ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করার বিষয়ে আহ্বান জানাতে অস্বীকার করে আসছে।

    জেলেন্সকি বারবার বলে আসছেন, মস্কো ইউক্রেন থেকে তার সমস্ত সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত তার সরকার কিছুতেই শান্তি আলোচনায় অংশ নেবে না।

    অন্যদিকে, বুধবার জার্মান বিমান বাহিনী জানিয়েছে, বল্টিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার তিনটি সামরিক বিমানকে বাধা দেয়া হয়েছে।

    জার্মান কর্মকর্তারা বলেছেন, বিমানগুলি তাদের ট্রান্সপন্ডার ছাড়াই উড়ছিল, ফলে জার্মান এবং ব্রিটিশ বিমান তাদের বাধা দেয়।

    এছাড়া, মঙ্গলবার নরওয়ে বলেছে, তাদের বিমান বাহিনী বারেন্টস সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া রাশিয়ান সামরিক বিমানের একটি গ্রুপ-কে সনাক্ত করেছে। নরওয়েজিয়ান বিমান বাহিনী বিমানটিকে দুটি বোমারু বিমান, দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং তিনটি ফাইটার জেট হিসেবে চিহ্নিত করেছে।

    ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে বুধবারের সর্বশেষ হালনাগাদ তথ্যে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বাখমুতের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে ভারী, স্বল্প-পরিসরের যুদ্ধ অব্যাহত রয়েছে।

    ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন, ইয়েকাতেরিনবার্গের সাবেক মেয়র ইয়েভজেনি রোইজম্যান। রোইজমান বিরোধী দলের মধ্যে অন্যতম জনপ্রিয় এক ব্যক্তিত্ব। তিনি শেষ বিশিষ্ট ক্রেমলিন সমালোচক যিনি এখনও রাশিয়ায় কিন্তু কারাগারে নেই।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার কুপিয়ানস্ক শহরের একটি জাদুঘরে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত দু’জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

    জেলেন্সকি বলেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি ও জনগণকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

    কুপিয়ানস্ক হামলার পর জেলেন্সকি বলেন, "একদম বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করা হচ্ছে। আমাদের এক সেকেন্ডের জন্যও এটি ভুলে যাওয়ার উপায় নেই। আমাদের অবশ্যই এর উপযুক্ত জবাব দিতে হবে!”

    জেলেন্সকি বলেছেন, যুদ্ধাপরাধের জন্য দায়ীদের "অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং তা হবে অতি নির্দয়।"

    রাশিয়ার বাহিনী গত বছর ইউক্রেনে শুরু করা আক্রমণের প্রথম দিকে উত্তর-পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ রেল হাব কুপিয়ানস্ক দখল করে নেয়। তবে ইউক্রেন বাহিনী সেপ্টেম্বরে এটি আবার পুনরুদ্ধার করে।



    এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।