ভারতের তারকা অভিনেতা এনটিআর জুনিয়র-এর সঙ্গে কাজ করতে চান হলিউডের জনপ্রিয় পরিচালক জেমস গান

পরিচালক জেমস গান। (ফাইল ছবি)

ভারতে নির্মিত চলচ্চিত্র ‘আরআরআর’ -এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বিশ্বের নানাপ্রান্তে সমাদৃত হচ্ছেন সিনেমার দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণ তেজা। গ্র্যামি এবং অস্কারের মঞ্চে এই ছবি পুরস্কার জয়ের পর দু’জনের পরিচিতি যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এবার জুনিয়র এনটিআরের সঙ্গে কাজের ইচ্ছাপ্রকাশ করলেন হলিউড তারকা পরিচালক জেমস গান।

'গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’, ‘স্কুবি ডু’, ‘দ্য স্যুইসাইড স্কোয়াড’-এর মতো অজস্র সুপারহিট সিনেমা তৈরি করেছেন জেমস। এর পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো সিনেমার এগজিকিউটিভ প্রযোজকও ছিলেন তিনি। সেই বিশ্বখ্যাত পরিচালককেই সম্প্রতি প্রশ্ন করা হয় যে, তাঁর ‘গার্ডিয়ান ইউনিভার্স’-এ কোন ভারতীয় অভিনেতাকে কাস্ট করতে চান?

প্রশ্ন শুনে বিন্দুমাত্র কালক্ষেপ না করে জবাবে জেমস জানান, “আরআরআর ছবির সেই নায়ককে আমি নিতে চাই, যিনি বাঘের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ও দারুণ। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই।” এরপর পরিচালককে জানানো হয় অভিনেতার নাম। যদিও জুনিয়র এনটিআর-এর সঙ্গে তিনি কবে কাজ করবেন, সে কথা জানাননি। তবে অভিনেতার ভক্তরা এই খবর জানার পর থেকেই আশায় বুক বেঁধেছেন। এখন দেখার, কবে তাঁদের স্বপ্নপূরণ হয়।