সর্ব-সাম্প্রতিক অগ্রগতি
- ফিনল্যান্ড বলেছে, ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনের জন্য গোলাবারুদ সংগ্রহের গতি বাড়াতে হবে।
- ক্রাইমিয়ার সার্বভৌমত্ব নিয়ে চীনা কূটনীতিকের মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
- বাখমুত যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের দাবি, পাণ্টা দাবি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল সোমবার বলেছেন, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করার একটি কর্মসূচি নিয়ে কিছু মতবিরোধ রয়ে গেছে। তবে তিনি নিশ্চিত যে, সদস্য রাষ্ট্রগুলো অবশিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা গত সপ্তাহে হতাশা প্রকাশ করেন যে ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর জন্য যৌথভাবে গোলাবারুদ কেনার বিষয়ে এবং ইউরোপীয় দেশগুলোতে গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করতে গত মাসে ইইউ সদস্যরা যে চুক্তি করেছে, তা এখনো বাস্তবায়ন হয়নি।
সোমবার ভোরে ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন একজন রুশ কর্মকর্তা। রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ দখল করলেও, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার বলেছে, ইউক্রেনের রাশিয়া-অধিকৃত এলাকায় কর্তৃপক্ষ “প্রায় নিশ্চিতভাবে এই অঞ্চলের জনগণকে রুশ ফেডারেশনের পাসপোর্ট গ্রহণ করতে বাধ্য করছে।”
বিরোধপূর্ণ শহর বাখমুত নিয়ে রবিবার রাশিয়া এবং ইউক্রেন পরস্পর বিরোধী দাবি করেছে। মস্কো বলেছে, তাদের বাহিনী প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহরের পশ্চিমাঞ্চলে আরো দুটো বসতি দখল করেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
রাশিয়া ১৪ মাস আগে ইউক্রেন আক্রমণ করে। রাশিয়া এখন বাখমুতকে পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলে অগ্রসর হওয়ার পথ হিসেবে দেখছে। এপি বা রয়টার্স কেউ-ই যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।