বাংলাদেশর প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য আর নেই। রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২২ এপ্রিল সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রোববার রাত ১২টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন।
পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের নেতৃস্থানীয় সংগঠক ছিলেন। পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধের সময় চাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন।