বিশ্বে দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা অভিযানে তিন দিন পর ক্রিভাস থেকে জীবিত উদ্ধার নিখোঁজ পর্বতারোহী

রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু।

বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা অভিযানে গিয়ে ৬ হাজার মিটারেরও অধিক উচ্চতায় বরফের ফাটলে পড়ে গিয়ে তিন দিন ধরে বেঁচে ছিলেন রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু। আপাতত তিনি পোখরার হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি।

জানা গেছে, সোমবার ১৭ এপ্রিল অনুরাগ মালু নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধারকারী দল খুঁজছিল তাঁকে। শেষমেশ বৃহস্পতিবার ২০ এপ্রিল একটি গভীর ক্রিভাস (বরফ ফাটলের) থেকে অনুরাগকে উদ্ধার করা হয়। ছাং দাওয়া শেরপার নেতৃত্বে ছ’জন শেরপার একটি দল অন্নপূর্ণা শৃঙ্গে এই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তিন দিন চেষ্টার পরে ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার করা হয় অনুরাগকে।


কীভাবে ঘটল দুর্ঘটনা? জানা গেছে, অন্নপূর্ণা সামিট করতে পারেননি অনুরাগ মালু। তার আগেই ক্যাম্প ফোর অর্থাৎ চূড়ান্ত সামিট ক্যাম্প থেকে নেমে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো সোমবার চতুর্থ ক্যাম্প থেকে নামছিলেন অনুরাগ। সেই নামার পথেই প্রায় ৬ হাজার মিটারেরও বেশি উচ্চতায় থাকার সময়ে নীচের একটি ক্রিভাসে পড়ে যান তিনি।

৮ হাজার মিটারের অধিক উচ্চতায় বিশ্বের যে ১৪টি শৃঙ্গ রয়েছে, তার সবগুলি আরোহণ করতে চেয়েছিলেন অনুরাগ। তার তিনটি শৃঙ্গ, এভারেস্ট, লোৎসে ও অন্নপূর্ণা এই বছর একসঙ্গে আরোহণের কথা ছিল তাঁর। প্রথম আরোহণ শুরু করেছিলেন অন্নপূর্ণার উদ্দেশে।

৮০৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গগুলির একেবারে শুরুতেই থাকে। আগে মাউন্ট আমাদাব্লাম (৬৮১২ মিটার) এবং মাউন্ট নুন (৭১৩৫ মিটার) শৃঙ্গ অভিযানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অনুরাগ তার পরেও আট হাজার মিটারে পা রাখার জন্য অন্নপূর্ণা শৃঙ্গই বেছে নিয়েছিলেন।


দুর্ঘটনার পরে লাগাতার হেলিকপ্টারে চক্কর কেটে অনুরাগের কোনও চিহ্ন না পেয়ে প্রায় হাল ছেড়েই দিতে বসেছিলেন উদ্ধারকারীরা। পর্বতারোহী মহলেও আশঙ্কা ঘনিয়েছিল, হয়তো বেঁচে নেই তিনি। কারণ ৬ হাজার মিটার উচ্চতায় বরফের ফাটলে পড়ে গিয়ে ৭২ ঘণ্টারও বেশি সময় বেঁচে থাকা কার্যত মিরাকেলই বটে।

সেটাই ঘটিয়েছেন অনুরাগ। এই মুহূর্তে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে জীবন-মরণ লড়াই চলছে তাঁর।