টিভিতে সম্প্রচারের সময় হত্যা করা হয়েছে ভারতের সাবেক রাজনীতিবিদকে

কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ভারতের পার্লামেন্টের সাবেক আইনপ্রণেতা আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে প্রয়াগরাজে হত্যা করা হয়; হত্যার স্থান পরীক্ষা করছেন ফরেনসিক কর্মকর্তারা; ১৫ এপ্রিল ২০২৩।

ভারতের এক সাবেক আইন প্রণেতাকে শনিবার টেলিভিশন সম্প্রচারের সময় তার ভাইসহ গুলি করে হত্যা করা হয়।

পুলিশ আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ প্রহরায় জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। তখন হাতকড়া পরানো এই দুই ভাইয়ের ওপর তিনজন বন্দুকধারী অতর্কিত হামলা চালায়।

গণমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীরা সাংবাদিক বলে পরিচয় দিচ্ছিলো। গুলিবিদ্ধ হওয়ার অল্প সময় মধ্যেই দুই ভাই মারা যান।

যে ব্যক্তিরা দুই ভাইকে গুলি করেছে, তারা এখন উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ হেফাজতে রয়েছে। আতিক গুলিবিদ্ধ হওয়ার কয়েকদিন আগে তার ছেলে পুলিশের গুলিতে আহত হন।

সাবেক এই রাজনীতিবিদ, অপহরণ, খুন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ কয়েক বছর ধরে আটক ছিলেন। চলতি বছরের শুরুর দিকে একটি অপহরণ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।