রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জি-৭ মন্ত্রীরা

ওপর থেকে ঘড়ির কাঁটার দিকে, ইয়োশিমাসা হায়াশি, মেলানি জোলি, ক্যাথরিন কোলোন্না, আন্তোনিও তাজানি, এনরিক মোরা, জেমস ক্লেভারলি, আনালেনা বেয়ারবক এবং অ্যান্টনি ব্লিংকেন জাপানের কারুইজাওয়াতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে; ১৭ এপ্রিল, ২০২৩।

নতুন তথ্য

  • স্লোভাকিয়া ইউক্রেনে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করেছে
  • কৃষি কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে বেসামরিক নাগরিকদের জন্য মাইন বিস্ফোরনের বিপদ বেড়েছে বলে সতর্ক করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক।
  • ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রধান বলেছেন, যতদিন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলবে ততদিন রাশিয়া এবং বেলারুশকে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হবে না
  • চীনের প্রতিরক্ষামন্ত্রীর মস্কো সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের সাথে সামরিক এবং অন্যান্য সম্পর্কের বিষয়ে প্রশংসা করেছেন।

গ্রুপ সেভেন(জি-৭)ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন করার বিষয়ে প্রতিশ্রুতিকে আবারো গুরুত্বের সঙ্গে উচ্চারণ করেছেন। একই সঙ্গে “রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে তীব্র এবং পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে প্রয়োগ করার কথা বলেছেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানের এক বৈঠকে জি-৭ মন্ত্রীরা “জোর দিয়ে বলেন, রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তাদের সকল সৈন্য এবং সরঞ্জাম প্রত্যাহার করতে হবে।”

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ওপর আলোকপাত করে অনুষ্ঠিত এক বৈঠকে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।

রাশিয়া একসময় সবেক জি-৮ এর অংশ ছিলো।২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয়ার পর দেশটিকে জি-৮ থেকে বহিষ্কার করা হয়।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার ইউক্রেনে মাইন সংশ্লিষ্ট বেসামরিক নাগরিকদের মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যার ওপর গুরুত্ব আরোপ করে।

ব্রিটিশ মন্ত্রক বলেছে, খেরসন এবং খারকিভসহ রুশ সৈন্যরা আগে যে অঞ্চলগুলো দখল করেছিলো, সেখানে সমস্যাটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং বসন্তকালীন কৃষিকাজ শুরু হওয়ার পর এই ঝুঁকি বেড়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।