এ বছরই সব হাসপাতালে চালু হবে সান্ধ্য-সেবা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সিমেুলেশন ল্যাবরেটরি ও ই-লাইব্রেরির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১৫ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশে এ বছরই সব হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতালে সিমেুলেশন ল্যাবরেটরি ও ই-লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, “ইতোমধ্যেই ৫০টি সরকারি হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। এই বছরের মধ্যেই দেশের সবগুলো জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা কার্যক্রম চালু হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এতে করে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতালে এই বছরেই ১০টি কিডনি ডায়ালোসিস বেড স্থাপন করা হবে। এতে মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ছুটোছুটি করতে হবে না।”

তিনি বলেন, “চিকিৎসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করার লক্ষ্যে, মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি চালু করা হয়েছে। সিমুলেশন ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটাল মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা। এই পদ্ধতিতে মেডিকেল শিক্ষার্থীরা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে অপ্রতুল মৃতদেহের সরবরাহ ও ব্যবহার কমে আসবে।”

পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব ও ই-লাইব্রেরি চালু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।