ইউক্রেনের সর্বসাম্প্রতিক: ক্রাইমিয়া পুনরুদ্ধার করতে চাইছে কিয়েভ

ব্ল্যাক সী সিকিউরিটি কনফেরেন্সে ভাষণ দিচ্ছেন ইউকেএনর পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা , বুখারেস্ট ১৩ এপ্রিল ২০২৩ , বৃখারেসট।

নতুন অগ্রগতিঃ

  • রাশিয়া ক্রাইমিয়াসহ ইউক্রেনে তার দখল করা সব অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে—ইউক্রেন নিজেদের এই দাবিতে অনড় রয়েছে। রাশিয়া ২০১৪ সালে অবৈধভাবে ক্রাইমিয়া দখল করে।

  • হিউম্যান রাইটস ওয়াচ রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা ২০২২ সালের মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে একটি “নির্যাতন কেন্দ্র” পরিচালনা করেছে।

  • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আলোচনা করতে বুধবার পেন্টাগনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে বৈঠক করেছেন।

শিগগিরই যেকোনো সময় শান্তি আলোচনা হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও ইউক্রেন ও রাশিয়া বেশ কয়েকবার যুদ্ধবন্দী বিনিময় করেছে এবং ইউক্রেনীয় শস্য এবং রুশ শস্য ও সার রপ্তানির জন্য যুদ্ধকালীন চুক্তি করেছে।

বুধবার (১২ এপ্রিল) ইউক্রেনের কর্মকর্তারা সামাজিক যোগাযো গমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর তদন্ত শুরু করেছেন। এতে দেখা গেছে, কিয়েভের একজন সেনার শিরোশ্ছেদ করা হচ্ছে।

সংবাদ সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেন, “এমন কিছু ব্যাপার আছে যা বিশ্বের কেউ উপেক্ষা করতে পারেন না: এই জানোয়ারেরা কত সহজে হত্যা করে”।

জেলেন্সকি বলেছেন, ভিডিওটিতে “একজন ইউক্রেনীয় বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর” দেখানো হয়েছে। তিনি আরও বলেন, “সবাইকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। আশা করবেন না যে, সবাই এটা ভুলে যাবে বা এই সময়টা কেটে যাবে”।

ইউক্রেন থেকে শিশুদেরকে অপহরণের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগ এনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেইগের আন্তর্জাতিক অপরাধ আদালত একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।