অবৈধভাবে দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডে পরিস্থিতি স্বাভাবিক দেখাতে চাইছে রাশিয়া

এই হ্যান্ডআউট ছবিটি ২০২৩ এর ১৮ মার্চ সেভাস্তোপোল-এ তুলেছে এবং প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের প্রেস অফিস। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিশুদের একটি আর্ট অ্যান্ড ক্রাফটস সেন্টার পরিদর্শন করতে দেখা যাচ্ছে; (ফাইল ফটো)।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক পূর্ণাঙ্গ অধিবেশনে রুশ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এর মাধ্যমে, রাশিয়ার অবৈধভাবে দখল করা ইউক্রেন-ভূখণ্ডের পরিস্থিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয়।

যুক্তরাজ্যের মন্ত্রক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত নিয়মিত হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে জানায়, “বাস্তবে, বেশিরভাগ এলাকাই এখনো সক্রিয় যুদ্ধাঞ্চল। এসব এলাকায় উভয় পক্ষ থেকেই হামলা হচ্ছে। যার ফলে, জীবনধারণের মৌলিক পরিষেবা সাধারণ নাগরিকদের কাছে খুবই সীমিত আকারে পৌঁছাচ্ছে।

২০২২ এর অক্টোবরের পর, গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে ৩১ শিশুর প্রত্যাবর্তনের পর, দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়েরমাক, রবিবার বিশিষ্ট মানবাধিকার বিষয়ক আইনজীবী অমাল ক্লুনির সঙ্গে ফোনে আলাপ করেন। এ সময় তিনি সকল নির্বাসিত শিশুকে ইউক্রেনে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

কিয়েভের অনুমান, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে, অন্তত ১৯ হাজার ৫০০ শিশুকে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন এটাকে অবৈধ নির্বাসন বলে এর নিন্দা করেছে। মস্কোর দাবি, শিশুদের নিরাপত্তার জন্যই তাদের সরিয়ে নেয়া হয়।

এদিকে, রুশ নিয়ন্ত্রিত কৃষ্ণ সাগরের উপকূলবর্তী ক্রিমিয়া অঞ্চলের শহর ফেওদোসিয়ায়, ইউক্রেন নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। মস্কোর নিয়োগ দেয়া ক্রিমিয়ার প্রশাসক শনিবার এ তথ্য জানান।

অন্যদিকে, ইউক্রেনের জনগণ ১ বছর আগে পরিবহন হাব ক্রামাতরস্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬১ ব্যক্তির জন্য তৈরি করা একটি ছোট স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান জানিয়েছে। ট্রেনে করে স্থানান্তরের লক্ষ্যে ৪ হাজার মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রে গুচ্ছ-যুদ্ধাস্ত্র (ক্লাস্টার-মিউনিশন) যুক্ত করা হয়েছিলো। এ ঘটনায় ১৬০ জনের বেশি আহত হন।

রাশিয়া এ হামলার দায় অস্বীকার করেছে।

ভয়েস অফ আমেরিকার ইউক্রেন সার্ভিসের তাতিয়ানা ভরোঝকো এ প্রতিবেদনের কিছু তথ্য দিয়েছেন। কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স প্রেস ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।