আমি নিজের পয়সায় ঘড়ি কিনি না, এত টাকা দিয়ে ঘড়ি কেনা আমার পক্ষে সম্ভব নাঃ ওবায়দুল কাদের

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক হওয়া নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দল ও পক্ষগুলোর মধ্যে ব্যাপক অনাস্থা রয়েছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র সহ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও অন্যন্য উন্নয়ন সহযোগীরাও বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তাদের উদ্বেগের কথা বারবার জানিয়েছে।
বিরোধীদলগুলো বিগত কয়েকমাস ধরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য আন্দোলন চালিয়ে আসছে। এ প্রেক্ষাপটে, ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, ওবায়দুল কাদেরের একটি সাক্ষাৎকার নেয় ভয়েস অফ আমেরিকা, বাংলা।
এ সাক্ষাৎকারে তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিরোধীদলের চলমান আন্দোলন, তাদের সঙ্গে সরকারের আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেয়ার সম্ভাবনা ইত্যাদি নিয়ে দলের ও সরকারের অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকারে ইসরাইলের কাছ থেকে নজরদারি টেকনোলজি কেনা, ভিন্নমত প্রকাশে বাধা, সরকারের বিভিন্ন সংস্থার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ও উদ্বেগ ইত্যাদি আরও নানা বিষয় নিয়েও তিনি কথা বলেছেন।
ভয়েস অফ আমেরিকার হয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন শতরূপা বড়ুয়া।