কোরান পোড়ানোর প্রতিবাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে সুইডেনের আদালত

তুরস্কের ইস্তাম্বুলে সুইডিশ কনস্যুলেটের বাইরে বিক্ষোভের সময় জনতা অতি-ডানপন্থী কর্মী রাসমাস পালুদানের একটি ছবি আগুনে পুড়িয়ে দিয়েছে। ২২ জানুয়ারি, ২০২৩।

মঙ্গলবার সুইডিশ আদালত দুটি কোরান পোড়ানোর প্রতিবাদ নিষিদ্ধ করার জন্য পুলিশের একটি পদক্ষেপকে বাতিল করেছে।একই ধরনের বিক্ষোভকে কেন্দ্র করে একটি “সন্ত্রাসী কার্যকলাপ” পরিকল্পনা করার জন্য ৫ জন সন্দেহভাজন ইসলামপন্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, যে কারণে পুলিশ এমন পদক্ষেপ নেয়।

জানুয়ারিতে স্টকহোমে তুরস্কের দূতাবাসের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ পোড়ানোর ঘটনা মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে, কয়েক সপ্তাহের বিক্ষোভের জন্ম দেয় এবং সুইডিশ পণ্য বয়কটের আহ্বান জানায় ও সুইডেনের নেটো সদস্যপদ স্থগিত করে।

সুইডেনের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট ফেব্রুয়ারিতে কোরান পোড়ানোর প্রতিবাদে হতে যাওয়া পরপর দুটি বিক্ষোভ নিষিদ্ধ করার পুলিশের একটি সিদ্ধান্ত বাতিল করে বলেছে, নিরাপত্তা ঝুঁকির উদ্বেগ, বিক্ষোভ প্রদর্শনের অধিকার সীমিত করার জন্য যথেষ্ট নয়।

সুইডিশ পুলিশ ফেব্রুয়ারিতে স্টকহোমে তুর্কি এবং ইরাকি দূতাবাসের বাইরে কোরান পোড়ানোর অনুমোদন দিতে অস্বীকার করেছিল। তাদের বক্তব্য ছিল, জানুয়ারির বিক্ষোভ সুইডেনকে “হামলার জন্য একটি উচ্চ অগ্রাধিকারের লক্ষ্যবস্তু” করে তুলেছিল।

আঙ্কারা সুইডেনের নেটো সদস্যপদের আবেদনকে অবরুদ্ধ করেছে কারণ তারা মনে করে সুইডেন স্টকহোমের কুর্দি গোষ্ঠীগুলোকে “সন্ত্রাসীবাদী” হিসেবে দমন করতে ব্যর্থ হয়েছে।

সুইডিশ রাজনীতিবিদরা কোরান পোড়ানোর সমালোচনা করলেও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের পক্ষে কথা বলেছেন।

এদিকে সুইডেনের নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, এস্কিলস্টুনা,লিংকোপিং এবং স্ট্র্যাংনাসের কেন্দ্রীয় শহরে সমন্বিত অভিযানে মঙ্গলবার ভোরে ৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপত্তা পরিষেবা অবশ্য বলেছে, আক্রমণ আসন্ন ছিল- এমনটা তারা মনে করে না।